চেয়ারে বসে নামাজ- Bangla News
এখন ডাক্তারদের কাছে নতুন একটা প্রবনতা লক্ষ্য করা যায় যে, কোন রোগী যখনই বলে তার পিঠে বা কমড়ে ব্যাথা করছে, তখনেই ডাক্তার সাহেব বলে দেন এখন থেকে চেয়ারে বসে নামাজ পড়বেন। তখন রোগী ব্যক্তি আর নিজে কিছু ভেবে উঠার উপায় থাকেনা। কারণ ডাক্তার যখন বলেছেন তো ভালোটা ভেবেই তো বলেছেন।
এখানে মূল কথাটা হলো নিজের ভালোটা আপনাকেও একটু ঘেটে দেখতে হবে। যেমন প্রথমে লক্ষ্য করুণ আপনাদের যে ব্যাথা তা- কি হাড় ক্ষয় জনিত ব্যাথা নাকি নার্ভ এ ব্যাথা। যদি হাড় ক্ষয় হয়ে থাকে তবে কিছু দিন আপনাকে চেয়ারে নামাজ পড়তে হবে। তবে যদি ব্যাপার টা সামান্য হয় যেমন বাতের ব্যাথা বা নার্ভ এর ব্যাথা হয় , তাহলে আপনাকে কিছু থেরাপি ও ব্যায়াম মেনে চলতে হবে ।
সেক্ষেত্রে নামাজ আপনাকে অনেক উপকার দেবে । যেমন নামাজে আমরা দিনে ৩২ বার রুকু করি। ৬৪ বার সিজদা করি । তারপর আর থেরাপির প্রয়োজন পরে না।
এখানে মূল কথাটা হলো নিজের ভালোটা আপনাকেও একটু ঘেটে দেখতে হবে। যেমন প্রথমে লক্ষ্য করুণ আপনাদের যে ব্যাথা তা- কি হাড় ক্ষয় জনিত ব্যাথা নাকি নার্ভ এ ব্যাথা। যদি হাড় ক্ষয় হয়ে থাকে তবে কিছু দিন আপনাকে চেয়ারে নামাজ পড়তে হবে। তবে যদি ব্যাপার টা সামান্য হয় যেমন বাতের ব্যাথা বা নার্ভ এর ব্যাথা হয় , তাহলে আপনাকে কিছু থেরাপি ও ব্যায়াম মেনে চলতে হবে ।
সেক্ষেত্রে নামাজ আপনাকে অনেক উপকার দেবে । যেমন নামাজে আমরা দিনে ৩২ বার রুকু করি। ৬৪ বার সিজদা করি । তারপর আর থেরাপির প্রয়োজন পরে না।
No comments