আমরা যারা মানুষ আছি, আমরা সবাই সৌন্দর্য দেখতে ও পেতে চাই। আমরা চাই নিজে সুন্দর হতে ও কাছের মানুষ গুলো ও যেন সুন্দর হয়। আমাদের চারপাশটাও যেন সুন্দর থাকে। এজন্য আমরা জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করি। কিন্তু একবার ও কি ভেবে দেখেছি, এই সৌন্দর্য কোথা হতে আসে বা কেমন করে আসে। কি তার নীতি, আছে কি তার সীমা। হে। অবশ্যই আছে। সমুদ্র তে পানি লোনা। যদি লোনা না হতো তা হলে সারা পৃথিবীতে কেবল দূর্গন্ধ ই ভেসে বেড়াতো। সারা দুনিয়ার উচ্ছিস্ট গিয়ে শেষ হয় সমুদ্রে। লবণ থাকায় তা পচেতে পারে না। হয় তা মাছে খাবে না হয় আসতে আসতে প্রকৃতির সাথে মিশে যাবে। আলাদা আলাদা হয়ে। এই লোনা পানির পরিমাণ খুব বেশি আর খাওয়ার যোগ্য পানি তার তুলনায় অতি অল্প। এই অল্প পানি আজও শেষ হয়ে যায় নি। আমরা তার নাম দেই জীবন। এই নীতি শুরু থেকে আজও আছে বলেই আমরা এই পৃথিবীকে এতো সুন্দর করে ভালোবাসি। আরো অনেক নীতি আছে, যেমন দিন - রাত্রি। সমাজের বেশি মানুষ দিনে কাজ করে আর রাতে ঘুমায়। এতেই চলছে সভ্যতা। কিন্তু সমাজের অতি অল্প কিছু লোক রাত জেগে কাজ করে। যেমন, মেডিকেল স্টোডেন্টরা বেশি রাত জাগে, ভালো সার্জন রা ও রাত জাগে। বেশি ভালো ফল পাওয়া ছাত্রগুলি ও রাত জাগে। আলেমদের মধ্যে যারা ফিরাসাত প্রাপ্ত হন, বেলায়াত পাওয়া সব কুতুব গণ ও রাত জাগেন। মূলত সফলতার শীর্ষ জায়গায় যারাই যান, তার রাত জেগেই যান। এদের সংখ্যা খুব অল্প। একটি প্রতিষ্ঠানে সিইও একজন। উনি ৫০০০ লোককে কাজ দেখিয়ে দেন। এইচআর মাত্র একজন , উনি ২০০০০ লোকের ভালো মন্দ বিচার করে ব্যবস্থাপনা সাজান।তেমনি আপনি যদি ভালো কিছু পেতে চান তাহলে সমাজের বেশির অংশটা ছাড়তে হবে কিন্তু অশ্বীকার করা যাবে না। যেমন লোনা পানি খাওয়া যায় না তাই বলে কি তার উপকার আমরা ভূলে যাবো। বেশির ভাগ মানুষ কাজ করছে বলেই তো সমাজ সভ্যতা দারিয়ে আছে।তা ও আপনি এদের কে সম্মানটুকু দেখিয়ে নিজেকে আলাদা করতে পারলেই শীর্ষে উঠতে পারবেন।যেমন সুন্দর হতে চান।আপনি যদি রাতে জেগে কাজ করেন, তাহলে আপনি অন্য মানুষ দের থেকে আলাদা সৌন্দর্য পাবেন চেহারায়। যদি তাহাজ্জুত পরেন, মাত্র ২ রাকাত, তাহলে হাদিসের এরশাদ মতে দিনের বেলা আপনার চেহারা উজ্জ্বল দেখাবে।যেমন আপনি সুন্দর স্ত্রী চান।সহিহ কিতাবের বর্ণনায় আছে, রাত্রি জাগরণ কারিদের কে সুন্দর স্ত্রী দেয়া হবে। দুনিয়াতেও আখিরাতেও। আর যারা দিনে ঘুমায় তাদেরকে কুৎসিৎ স্ত্রী দেওয়া হবে।
এই অল্প ও বেশির তুলনা করে আমরা মূল্যায়ন করি সম্মান ও অর্থের। তাই ভালোটা আপনাকেই বেচে নিতে হবে।
No comments