মেয়েদের যোনিতে এক বিশেষ রোগ।
মেয়েদের যোনিতে এক বিশেষ রোগ হয়, যা আপনি সহজে টের পাবেন-না। যদি আপনি মেয়ে হন আর আপনি যদি দেখেন যে আপনার যোনিতে টক বা আমতা গন্ধ করছে এবং একটু ঘা ঘা হয়েছে। তাহলে আপনি বুঝে নিবেন আপনার চিকিৎসা প্রয়োজন। আপনি যদি স্বামী বা এক্সফ্রেন্ড হন, তাহলে সেক্স করার সময় লক্ষ্য করবেন একটা স্মেল আসছে । আপনার কাছে মনে হবে যে গন্ধটা হয়তো কনডমের প্লেবারের। অনেকেই এই ভূলটা করে বসে এবং কনডমের এক্সপেয়ার ডেইট চেক করেন। তখন আপনি যোনিতে দু হাত দিয়ে ডানে ও বামে টেনে ধরে একটু ফাক করে দেখবেন তার ভিতর একটু সাদা লালচে ভাব যেন ঘা ঘা হয়ে আছে।
তাহলে বুঝবেন মেয়েটির চিকিৎসা প্রয়োজন। তখন আপনার উচিৎ তাকে বলা। কারণ বিষয়টা সামান্য ভেবে অনেকেই এই উপসর্গটিকে বড় রোগের জন্য রাস্তা করে দেয়। ঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে এক সপ্তাহে-ই ভালো ফল পাবেন। তবে ডাক্তারের দেয়া সব গুলো টেবলেট না খেয়েও অনেকে মারাত্মক ভূল করেন । তাই অবশ্যই কোর্স কমপ্লিট করে নিবেন। এজন্য ডাক্তার মেয়েটির রক্ত ও পস্রাব পরিক্ষা করতে দিবে। রিপোর্টে আসবে পস্রাবে ইনফেকশন আছে। ঘাবড়াবেন না। মাত্র একসপ্তাহের কিছু টেবলেট দিবে। তারপর আপনি স্বুস্থ। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে রোগের লক্ষণ গুলো এরকমই মিলে যাচ্ছে যেমন লালচে ও সাদাটে ঘা ঘা ও আমতা আমতা পচা পচা গন্ধ । তারপর নিজেই পস্রাব টেস্ট করে দেখলেন যে, ইনফেকশন ও আছে তাহলে “সেফুরক্সাইম ৫০০ মিলি গ্রাম ” ১৪ পিচ নিয়ে দিনে দুটো করে খেতে পারেন। cefuroxime 500 ml গ্রাম মূলত একটি ঔষধ এর গ্রোপ নাম। আপনি এটি ফার্মেসীতে কিনতে গেলে বিভিন্ন নামে পাবেন। cefuroxime 500 ml যদি square হয় তাহলে তার নাম হবে = Cefotil, এবং সেটি যদি beximco হয় তাহলে তার নাম হবে = Turbocef. আপনি অন্যকোন কোম্পানীর টা নিলেও হবে। বাংলাদেশের সব গুলো কোম্পানী ই এখন মান সম্মত ঔষধ প্রস্তুত করছে। তবে আপনাকে রোগ এর উপসর্গ ও লক্ষন সনাক্ত করতে হবে। যদি না-ই পারেন, তাহলে ডাক্তারের কাছে যাবেন। আপনার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আপনি সরকারী হাসপাতালেও দেখাতে পারেন । সেখারে গাইনি কনসালটেন্ট থাকে বা অন্য যে কোন মহিলা ডাক্তার এর কাছে গেলে আপনাকে সরকারী হাসপাতালের টেস্ট ল্যাবে রেফার করবে। সেখানে গেলে সামান্য টাকায় আপনি পরিক্ষা গুলো করিয়ে নিতে পারেবেন। যদি আপনি ঢাকায় সরকারী হাসপাতালে দেখান তাহলে প্রথমে আপনার কাছে ১০ টাকার টোকেন লাগবে তার পর রক্ত ও পস্রাব পরিক্ষার জন্য ৭০ নিবে। তারপর ৩০ মিনিট পর-ই রিপোার্ট দিয়ে দিবে। তখন রিপোর্টটি নিয়ে মহিলা ডাক্তার এর কাছে গেলে উনি আপনাকে ঔষধ ব্যবস্থাপনা পত্র দিবেন। সঠিক সময়ের চিকিৎসা আপনার জীবন ও অর্থের জন্য খুব প্রয়োজন । এইটুকু চিকিৎসা আপনি বেসরকারি ক্লিনিকে নিলে আপনাকে কমকরে হলেও ১০,০০০ টাকা প্রয়োজন। তাই আজই সতর্ক হোন ও আপনার বন্ধুদের জানান।
No comments